[english_date] | [bangla_day]

ধর্ষনের প্রতিবাদে চট্টগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন

ধর্ষনের প্রতিবাদে চট্টগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের মানববন্ধন

এস এম ওয়াহিদ রনিঃ
“আমি ৭১ এর নারী নির্যাতন দেখিনি,২০২০ এর এক নির্যাতিত নারীর চিৎকার শুনেছি। আর তখন নিজের কান্না চেপে রাখতে পারি নি”।
নোয়াখালীতে বর্বরোচিত নারী নির্যাতনসহ সাম্প্রতিক সময়ে সকল নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন করেছে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত “চট্টগ্রাম সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম।

বুধবার দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করা এবং দ্রুত বিচার আইনে ধর্ষকদের বিচারের দাবীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠগুলো এই মানববন্ধনে অংশ নেন। পরবর্তীতে সেটা সিআরবি শিরীষতলা গিয়ে শেষ হয়।
জানা যায়, গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নারী নির্যাতনের ঘটনা ঘটে। ঘটনার প্রায় ৩২ দিন পর সামাজিক যোগাযোগে ভিডিও ভাইরাল হলে রোববার বিষয়টি প্রকাশ্যে আসে। এ ঘটনায় মামলা করা হয়েছে। এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকার নূর ইসলাম মিয়ার বাড়িতে গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা।

এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে তারা। এ সময় গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে তারা মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়