রাউজানে র্যাবের হাতে আটক শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ৭৫ বছরের বৃদ্ধা!
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার অন্তর্গত উরকিরচর ইউনিয়নের আবুরখীল নন্দনকানন গ্রামে এক বৃদ্ধের বিরুদ্ধে ১১ বছরের এক কন্যাশিশুকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা হয়েছে। র্যাব-৭ এই ঘটনায় জড়িত অভিযুক্ত সাধন বড়ুয়া (৭৫) কে গ্রেফতার করেছে।
জানা যায় গত ৩ অক্টোবর (সোমবার) বিকালে আবুরখীল নন্দনকানন গ্রামে এই ঘটনা ঘটে।
ধর্ষিতাকে কৌশলে বাড়ির পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত ধর্ষক। ধর্ষণের পর শিশুটির হাতে ৫০০টাকার একটি নোট দিয়ে ঘটনা প্রকাশ না করার জন্য হুকমি দেয়।ধর্ষিতার পিতা সুকুমার বড়ুয়া ৫ অক্টোবর সন্ধ্যায় থানাশ মামলাটি দায়ের করেন।মামালার এজাহার সূত্রে জানা যায়,সাধন বড়ুয়া শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে তার শিশুকন্যাকে ফুসলিয়ে ও লোভ দেখিয়ে তার ঘরের দক্ষিণ পাশের পুকুরপাড়ের জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করে।পরে শিশুটিকে ৫০০টাকার নোট ধরিয়ে দেয়।এই ঘটনার পর শিশুটির ফুফু শিশুটির হাতে ৫০০টাকার নোট দেখে ঐ টাকা কোথায় পেয়েছে জানতে চাইলে ধর্ষিতা শিশুটি ঘটনা খুলে বলে। মামলা দেরিতে করাার কারণ জানতে চাইলে শিশুটির পিতা আমাদের জানায়, ধর্ষক আমার আত্নীয় এ-কারণে আমরা বিষয়টি সমঝোতার চেষ্টা করেছিলাম।কিন্তু তারা এটাকে অপরাধ বলেও মনে করতেছেনা তাই বাধ্য হয়ে মামলা করেছি।
এই বিষয়ে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন থানায় মামলাটির সত্যটা নিশ্চিত করে। তিনি বলেন ভুক্তভোগী শিশুটি পুলিশের হেফাজতে আছে এবং তাকে পরীক্ষার জন্য পাঠানো হয়।র্যাব-৭ এট হাটহাজারী অফিসে যোগাযোগ করা হলে জানানো হশ ধর্ষক পালিয়ে স্থানীয় প্রভাবশালীর ঘরে আশ্রয় নিতে যাওয়ার পথে ঐ গ্রাম থেকে সোমবার সন্ধ্যায় র্যাব সদস্যরা ধর্ষককে আটক করেন।
রাউজান প্রতিনিধি