[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, হোটেলকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। পঁচাবাসি খাবার বিক্রি করার দায়ে এক হোটেলকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে উপজেলার রোয়াজারহাট ও গোডাউন এলাকায় ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম। অভিযানকে সহায়তা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম বলেন, “অভিযানে কাপ্তাই সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে জন ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় অভিযান চালিয়ে এসব স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। তবে এই সময় জড়িত কাউকে পাওয়া যায়নি।

গোডাউন এলাকায় জসিম উদ্দিন নামের এক ব্যক্তির মালিকানাধীন “বাগদাদ হোটেল ” নামে এক খাবার হোটেলকে ভোক্তা অধিকার আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়