চিটাগাং মেইল : নানা কর্মসূচির মাধ্যমে ৩৪তম বিসিএস নন ক্যডার (মাধ্যমিক শিক্ষা) চট্টগ্রামের উদ্যোগে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন করা হয়। সোমবার (৫ অক্টোবর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মাহমুদ। কর্মসূচিতে ৩৪তম বিসিএস নন-ক্যাডার (মাধ্যমিক শিক্ষা) চট্টগ্রাম অঞ্চলের লেনিন বিশ্বাস, জাহেরুল হক, দিদারুল হক চৌধুরী, মোরশেদ আলম, শামিম আকতার সুমি, বাপ্পী দে, মো. তারেক আজিজ, তৌহিদ আলম, মিঠুন দাশ, খাদেমুল ইসলাম, সুমন দাশ প্রমুখ।