বোয়ালখালীতে ২ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
এম মনির চৌধুরী রানা
বোয়ালখালী উপজেলার গোমদন্ডী ফুলতল চৌমুহনী চত্বরে দীর্ঘদিন বেদখল থাকা ২কোটি টাকা মূল্যমানের ১০ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে।
আজ ৪ অক্টোবর দুপুরের দিকে উপজেলার গোমদন্ডী ফুলতল বাজার( সিএনজি টেম্পো, ও সিএনজি আটোরিকসা) এলাকায় এ খাস জমি উদ্ধার করা হয়।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী উচ্ছেদ কার্য পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়- বোয়ালখালী পৌরসভার / উপজেলার পশ্চিম গোমদন্ডী মৌজার বি এস ১ নং খাস খতিয়ানভুক্ত দাগ নং ৯৪৩৮ দাগের ১০(দশ) শতক জমি দীর্ঘদিন যাবত বেদখল হয়ে ছিল।
স্থানীয় বিভিন্ন ব্যক্তি দোকান করে ভাড়া আদায় করতো। ফলে গোমদন্ডী ফুলতল বাজার চৌমুহনী এলাকায় প্রতিনিয়ত তীব্র জানযট সৃষ্টি হত।
অন্যদিকে সরকারের মূল্যবান জমি বেহাত হয়ে পড়ে ছিল।
এ সময় বোয়ালখালী পৌরসভার প্রতিনিধি, বোয়াখালী থানা পুলিশ ও ভূমি অফিসের দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।