[english_date] | [bangla_day]

হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা অ্যাওর্য়াড পেল মীর নাওশাদ

হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা অ্যাওর্য়াড পেল মীর নাওশাদ

বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা অ্যাওর্য়াড পদক ফেলো মোঃ মীর নাওশাদ। চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রকিম কর্মচারীলীগ সিবিএ সভাপতি মীর নাওশাদকে সাংগঠনিক কমর্কান্ডে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের এর পক্ষ থেকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা ও পদক প্রদান করা হয়।

সারা বাংলাদেশ তিনজনকে শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি সম্মাননা অ্যাওর্য়াড দেওয়া হয় তাদের মধ্যে বোয়ালখালীর কৃতি সন্তান মীর নাওশাদ একজন।

মীর নাওশাদ চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রকিম কর্মচারীলীগ সিবিএ (২৭৪৭)’র সভাপতি তিনি আন্তর্জাতিক বন্দরের ৮ হাজার শ্রকিম কর্মচারীর অবিভাবক হিসাবে আছেন। সুখে দুঃখে শ্রমিক কর্মচারীর পাশে থাকেন তিনি। মীর নাওশাদকে সাংগঠনিক কমর্কান্ডে অ্যাওর্য়াড প্রদান করায় শ্রকিম কর্মচারীদের আনন্দে জোয়ার নেমে আসে।

তিনি এই অ্যাওর্য়াড পাওয়ায় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রকিম কর্মচারীলীগ সিবিএ (২৭৪৭)’র সাধারণ সম্পাদকসহ বেসিক সংগঠন পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।—-প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়