[english_date] | [bangla_day]

কুতুবদিয়ায় ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় ভটভটি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই হয়েছে। কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে দুই রাস্তার সংযোগ স্থলে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা যায়৷ দুর্ঘটনায় আহতরা হলেন, কৈয়ারবিল পরান সিকাদার পাড়ার আবুল বশর প্রকাশ টলি বশরের ছেলে লাল মাহিন্দ্রা (ট্রাক্টর) গাড়ির ড্রাইভার মোঃ ফয়সাল (২৫) ও একই এলাকার আলমগীরের ছেলে তানজিলুল ইসলাম।

এদের মধ্যে ফয়সালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় একটি সুত্রে জানা যায়, শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩ ঘটিকা নাগাদ উপজেলার কৈয়ারবিল আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে দুটি রাস্তার সংযোগ স্থলে পশ্চিম দিক থেকে আসা একটি নসিমন(ভটবটি) গাড়ি উত্তর দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুই মোটর সাইকেল আরোহী ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়৷

উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের উভয় কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়৷ পরে তাকে ওখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে আহতের পারিবারিক সুত্র জানিয়েছেন৷

এদিকে নসিমন(ভটবটি) গাড়ির মালিক আহতদের চিকিৎসা খরচ বহন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, এ কথা নিশ্চিত করেছেন আহত ফয়সালের পিতা আবুল বশর৷

 

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়