[english_date] | [bangla_day]

ধর্ম পাল‌নে স্বকীয়তা রে‌খেই উৎসবে মাত‌বে চট্টগ্রাম: রেজাউল ক‌রিম চৌধুরী

চিটাগাং মেইল: ‌বৌদ্ধ‌দের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা উৎস‌বে উপ‌স্থিত হ‌য়ে সকল‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লী‌গের সি‌নিয়র যুগ্ম সাধারন সম্পাদক, চ‌সিক মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

গতকাল সন্ধ্যায় প্রবারনা উপল‌ক্ষে বিহ‌া‌রে উপ‌স্থিত বৌদ্ধ‌দের উদ্দে‌শ্যে শু‌ভেচ্ছা বক্তব্য রাখ‌তে গি‌য়ে তি‌নি ব‌লেন, চট্টগ্রাম হ‌চ্ছে এমন এক অঞ্চল যেখা‌নে দে‌শের সব‌চে‌য়ে বেশী সংখ্যক সম্প্রদায় ও জা‌তি গোষ্ঠীর বসবাস। আবহমান কাল হ‌তে সকল সম্প্রদা‌য়ের সাধকগণ বৈ‌চিত্রপূর্ণ চট্টগ্রাম‌কে সাধনার উপযুক্ত স্থান হি‌সে‌বে বে‌চে নি‌য়ে‌ছেন। এখা‌নে বার আউ‌লিয়ার পীঠস্থান, এখা‌নেই ছিল প‌ন্ডিত বিশ্ব বিদ্যালয়, এখা‌নে মেধসমু‌ণির পাহাড় থে‌কে আধু‌নিক যু‌গে হিন্দু‌দের দূর্গা পূজার প্রচলন শুরু হয়। এখা‌নে খ্রীষ্টানসহ র‌য়ে‌ছে আ‌রো অ‌নেক নৃতা‌ত্বিক জন‌গোষ্ঠীর অংশ। এখা‌নে সক‌লে নি‌জে‌দের স্বকীয় ধর্মীয় বি‌ধি মে‌নে নি‌র্বি‌ঘ্নে তা‌দের উৎসব পালন কর‌বে। আর উৎস‌বের আনন্দ উপ‌ভোগ কর‌বে সক‌লে মি‌লেই। এমন এক‌টি শা‌ন্তি, সৌহার্দ্যময়, অসাম্প্রদা‌য়িক চট্টগ্রাম থাক‌বে আমা‌দের ‌প্রিয় চট্টলা, এটাই বঙ্গবন্ধুর আদ‌র্শিক একজন কর্মী হি‌সে‌বে আমার চাওয়া।

বক্তব্য শে‌ষে বৌদ্ধ‌দের সা‌থে মি‌লে ফানুস উ‌ত্তোলন ক‌রে আনন্দ ভাগাভা‌গি ক‌রে নেন তি‌নি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়