[english_date] | [bangla_day]

রত্নগর্ভা মা নুরজাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ আ’লীগ নেতাদের শোক প্রকাশ

রত্নগর্ভা মা নুরজাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীসহ আ’লীগ নেতাদের শোক প্রকাশ

মোহাম্মদ হাসানঃ ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা নির্বাচিত, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা কাজী নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা।

আজ ২ অক্টোবর শুক্রবার অপরাহ্নে সংবাদ মাধ্যমে প্রেরিত শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকার্ত স্বজন-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের মা’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে শোকবার্তা পাঠিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ ,সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

অঙ্গ ও সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, আওয়ামী যুবলীগের সভাপতি ফজলে শামস পরশ,মাঈনুল ইসলাম নিখিল, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক ভট্টাচার্য পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমার জান্নাত কামনা সহ শোকার্ত স্বজনদের সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত,শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নূরজাহান বেগমের। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নূরজাহান।

জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েক দিন আগে ঢাকার সিএমএইচে ভর্তি হন ৮১ বছর বয়সী নূরজাহান বেগম। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রায় এক সপ্তাহের বেশি সময় নিবিড় পরিচর্যায় থাকার পর শুক্রবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি।

নুরজাহান বেগম ২০১৯ সালে মাদারীপুর জেলার রত্নগর্ভা মা নির্বাচিত হয়েছিলেন। তার প্রচেষ্টায় শহীদ বাচ্চু প্রাথমিক বিদ্যালয় ও শহীদ বাচ্চু উচ্চ বিদ্যালয় নামে শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। আমৃত্যু তিনি প্রতিষ্ঠান দু’টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

গত ১৫ সেপ্টেম্বর আ ফ ম বাহাউদ্দিন নাছিমের করোনা টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। ১৬ সেপ্টেম্বর পুলিশ হাসপাতালে ভর্তি হন তিনি। দীর্ঘ ১০ দিনের চিকিৎসায় তিনি করোনামুক্ত হন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়