[english_date] | [bangla_day]

সাত মাস পর শনিবার গণভবনে আ’লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক

সাত মাস পর শনিবার গণভবনে আ’লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক

মোহাম্মদ হাসানঃ করোনা সংকটময় সময়ের কারনে দীর্ঘ সাত মাস পর বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠক সীমিত পরিসরে সকলের করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ সাপেক্ষে শনিবার গণভবনে অনুষ্ঠিত হবে।

আগামী ৩ অক্টোবর সকাল ১০ ঘটিকায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

প্রায় ৭ মাস পর আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা সংবাদ মাধ্যমে বলেছেন, এই বৈঠক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি চূড়ান্ত করা হতে পারে। এছাড়াও এই বৈঠকে আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের কমিটিও চূড়ান্ত করা হতে পারে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, এরই মধ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ প্রস্তাবিত কমিটির নাম জমা হয়েছে।

আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা এই তালিকার নামগুলো যাচাই-বাছাই করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এই তালিকায় বেশ কিছু নাম সংযোজন ও বিয়োজন করার প্রস্তাব করে তা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে দেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি তার নিজস্ব উদ্যোগে ওই তালিকায় যাদের নাম আছে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। এই সব অনুসন্ধান ও যাচাই বাছাইয়ের পর এই দুই কমিটি মোটামুটি চূড়ান্ত হয়েছে। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং শ্রমিক লীগের কমিটিও মোটামুটি চূড়ান্ত হয়েছে বলেই আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন।এই কমিটিগুলো ছাড়াও যেসব জেলার প্রস্তাবিত কমিটি জমা পড়েছে সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, এই কার্যনির্বাহী কমিটির বৈঠকে চলমান শুদ্ধি অভিযান, এমসি কলেজসহ ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হতে পারে। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, বৈঠকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ব্যাপারে নীতি নির্ধারণী এবং নির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন আওয়ামী লীগ সভাপতি। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলতে পারেন তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়