বোয়ালখালীতে মুজিববর্ষ ও শেখ হাসিনার জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসুচি
বোয়ালখালী প্রতিনিধি।
বোয়ালখালী পৌরসভাধীন ৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের উদ্যোগে মুজিববর্ষ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে একসভা, বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসুচি ২৮ সেপ্টেম্বর (সোমবার) সকালে মুজাহিদ চৌধুরী পাড়া হেমায়েতুল ইসলাম দারুসসুন্নাহ মাদরাসায় অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড যুবলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি এম.ইউছুপ রেজা।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও স্থানীয় কাউন্সিলর প্রার্থী মাসুদুল হক চৌধুরী।
ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক মাওলানা হাফেজ মুহাম্মদ বেলালুদ্দীন, মাওলানা মুহাম্মদ ইরফানুল হক, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত প্রমুখ।