এম মনির চৌধুরী রানা
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালী উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। চরখিজিরপুর গ্রাম উন্নয়ন সমিতি (০৭) এর ম্যানেজারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার কাছে (২১ সেপ্টেম্বর) সোমবার এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, একটি বাড়ি একটি খামার, গ্রামে ভিত্তিক সমিতি আকারে চালু হলে অভিযোগকারীরা সমিতির অন্তভূক্ত হয়ে ঋণ গ্রহণ করে। পরিশোধ করে দায় মুক্ত হয়ে পরবর্তীতে কোন ঋণ গ্রহন না করে ও গত ১৬ ফেব্রুয়ারি ১৯ তারিখে নির্বাহী অফিসারের স্বাক্ষরিত উপজেলার চরখিজিরপুর এলাকার মতিউর রহমানের ছেলে দোস মোহাম্মদ কে খেলাপী ঋণ পরিশোধের চূড়ান্ত নোটিশ প্রদান করেন বর্তমান ফিল্ড অফিসার মোঃ আশরাফ।
যোগাযোগ করলে ৬ জনের বিরুদ্ধে উক্ত নোটিশ প্রদান করা হয় বলে জানান, খবর নিয়ে জানতে পারে তৎকালীন সমিতির ম্যানেজার মরহুম আবদুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ছৈয়দ অভিযোগকারীদের সদস্য উপস্থাপন করে প্রত্যেক জনের নামে ১০ ও ২০ হাজার টাকা প্রতারনা করে ঋণ গ্রহন করে যা সদস্যরা নিজেরাও জানে না।
সমিতির তৎকালিন ম্যানেজার মরহুম আবদুর রাজ্জাক ছেলে ফিল্ড অফিসার আশরাফ যোগসাজসে সরকারি অর্থ ঋণ গ্রহন করে তাহা পরিশোধ না করে ঋণ খেলাপী করেন যার জন্য নিরহ ব্যক্তিগণ ঋণ খেলাপী হয়ে সু-বিচারের জন্য অসহায় হয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।
ভুক্তভোগী দোস মোহাম্মদ বলেন, প্রতরনা করে এলাকার ৫০, ৬০ জনের নামে ঋণ উত্তেলন করে, অসহায় সহজ সরল কেটে খাওয়া মানুষ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, বিগত ৮ বছর যাবৎ আমরা গ্রাহকদের হিসাব না দেখিয়ে পাশ বই জব্দ করে রাখে সুষ্ঠ তদন্ত করলে আসল রহস্য বের হয়ে আসবে তাই এর সুষ্ঠ বিচার কামনা করছি।
উপজেলা সমন্বয়কারী জেসমিন আকতার বলেন, অভিযোগের ভিত্তিতে ইউএনও স্যার আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন, তদন্তের কার্যক্রম চলছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে উপজেলা সমন্বকারীকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূবর্ক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।