চিটাগাং মেইল: ১২ নং সরাই পাড়া ওয়ার্ডে ভেলুয়ার দীঘি এলাকার সামাজিক সংগঠন ‘সমাজ’ এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর, স্বাচ্ছন্দ্যময়, স্বাস্থ্যকর পরিবেশ রেখে যাওয়া আমাদের কর্তব্য। আমাদের ভূল কাজ আমাদের নতুন প্রজন্মকে কঠিন পরিস্থিতির সম্মূখীন করতে পারে। তাই আমাদের কর্মে, আমাদের সিদ্ধান্ত গ্রহনে অত্যন্ত সচেতনতার প্রয়োজন রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ, পালা, বন্য পশু-পাখি সংরক্ষণে আমাদেরকে যতœশীল হতে হবে।
নির্বিচারে গাছ পালা নিধন করে অতীতে আমরা যে ভুল করেছি, সে ভুলের কারণে আমরা বারবার যে দুর্যোগের মুখোমুখি হচ্ছি। আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সে দুঃখে পতিত না হয়, তারা যাতে নির্মল পরিবেশ পায়, বুক ভরে নিশ্বাস নিতে পারে, যাতে আমাদেরকে দোষারোপ করতে না পারে সে লক্ষ্যে আমাদেরকে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। জাতির জনকের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের মহান নেত্রী জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ কোটি বৃক্ষের চারা রোপনের ডাক দিয়েছেন। দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সকল সচেতন নাগরিককে সে আহŸানে সাড়া দিয়ে সবুজ বিপ্লবে সামিল হতে হবে।
ভেলুয়ার দীঘি ‘সমাজ’ কার্যালয়ের সামনে সংগঠনটির সভাপতি মো. হাবিবউল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২নং সরাইপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের চসিক নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী ও আহবায়ক নুরুল আমিন, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামীলীগের চসিক নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক ইসমাইল, ওয়ার্ড নির্বাচন কমিটির আহবায়ক শওকত আলী, সদস্য সচিব লুৎফুর রহমান খুশি, ওয়ার্ড আওয়ামীলীগের প্রবীন নেতা আমিনুল হক সওদাগর ও ডাঃ নুরুল ইসলাম। এছাড়াও ভেলুয়ার দিঘী সমাজ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।