[english_date] | [bangla_day]

কুতুবদিয়ায় চৌমুহনী মাদরাসা মার্কেটে ১৪ দোকানে আগুন

কুতুবদিয়া প্রতিনিধি : কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার চৌমুহনী বাজারে ২২ সেপ্টেম্বর দিবাগত রাত ১২ঃ ৩০ মিনিটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।আগুনে মাদরাসা ও বাজেরের অনুমানিক প্রায় ১ কোটি ৬৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী ও আল ফারুক আদর্শ দাখিল মাদরাসা সুপার মাওঃ মোরশেদুল মন্নান সূত্রে জানিয়েছে।

মঙ্গলবার রাত ১২ঃ১০ মিনিটে বাজারে মাদরাসা মার্কেটে মশার কয়েল আগুনের সূত্রপাত ঘটে স্থানীয়রা ধারণা করছেন। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাজারে। কুতুবদিয়া উপজেলায় ফায়রষ্টেশন চালু থাকায় স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।

অগ্নিকাণ্ডের সুত্রপাত দেখে এলাকাবাসীকে মাইকের মাধ্যমে ডাকলে জনগণ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুনে পুড়ে যায় ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও মাদরাসা ।

এর মধ্যে আনুমানিক রয়েছে- মাদরাসার মার্কেট, গেইট, শ্রেণী কক্ষসহ ক্ষতি প্রায় ১ কোটি ৫ লক্ষ টাকার, নুরুল আমিনের মুদির দোকানে ২ লক্ষ টাকার, জালাল আহমদের কাঠের দোকানে সাড়ে ১০ লক্ষ টাকার, হাজ্বী হাসান শরীফ বাবুলের দোকানে নগদ ২১ লক্ষ ৫০ হাজারসহ ৩০ লক্ষ টাকার, শফিউল আলমের দোকানে ৫০ হাজার টাকার, নান্টু দাশের দোকানে ৫০ হাজার টাকার, হোছাইন মোঃ সেলিমের কাপড়ের দোকানে ৬ লক্ষ টাকার, নাছিরের ঔষধের দোকানে ৪ লক্ষ টাকার, নুরুল কবিরের চায়ের দোকানে ৫০ হাজার টাকার, মোঃ ফয়েজের ফার্ণিচারের দোকানে ৫ লক্ষ টাকার, আলমগীরের কসমেটিকস দোকানে ২ লক্ষ টাকার মালামাল ও নগদ অর্থে ক্ষয়ক্ষতি হয় বলে জানান ।

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে- স্থানীয় লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার, ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিক সিকদার, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনা স্থল পরিদর্শন করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়