[english_date] | [bangla_day]

মহেশখালীতে নিখোঁজ কলেজ ছাত্রের লাশ সোনাদিয়া থেকে উদ্ধার-দাপন সম্পন্ন।

আবুল বশর পারভেজ(মহেশখালী প্রতিনিধি):

কক্সবাজার হতে মহেশখালী নদী পার হওয়ার সময় ২০শে সেপ্টেম্বর সন্ধ্যায় যাত্রীবাহী ১টি গামবোট কে অপর একটি ফিশিং বোট ধাক্কা দিলে বাঁকখালী নদীতে পড়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রের লাশ অবশেষে ৩ দিন পর সোনাদিয়া থেকে উদ্ধার হয়েছে।

বাঁকখালী নদীর মোহনায় গাম বোট থেকে পড়ে যাওয়ার পর থেকে সোনাদিয়া চ্যানেল সহ সাগরের বিভিন্ন পয়েন্টে স্পিড বোট, কোষ্ট গার্ড, নৌ-পুলিশ তল্লাশি চালিয়ে ব্যার্থ হয়। অবশেষে ২২ সেপ্টেম্বর সকাল ১০ টায় সোনাদিয়া দ্বীপে চট্টগ্রাম কলেজ এর ছাত্র আশরাফুল মোহাম্মদ তোফাইলের মৃত দেহটি দেখতে পায় স্থানীয় লোকজন।

নিখোঁজ পরবর্তী মৃত্যুবরনকারী তোফাইলের লাশের সংসবাদ পেয়ে পরিবারের লোকজন প্রশাসনের সহায়তায় সোনাদিয়া দ্বীপ থেকে উদ্ধার করে ছোট মহেশখালী সিপাহীর পাড়ার নিজ বাড়ীতে নিয়ে আসে। ২২ মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় মোহাব্বত আলী জামে মসজিদের মাঠে জানাযা সম্পন্ন হয়। সাগরে নিখোঁজ আশরাফুল মোহাম্মদ তোফাইল মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের মৃত ছলেহ আহাম্মদ প্রকাশ নাগু মিয়ার ৪র্থ পুত্র। ৪ ভাই ১ বোনের মধ্যে তোফাইল সবার ছোট। তোফাইল চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র।

২০ শে সেপ্টেম্বর তোফাইল ইয়াছির খাঁন আকাশ নামের এক বন্ধুর পায়ে জখম জনিত চিকিৎসা করতে বন্ধুর সহযোগি হিসাবে কক্সবাজার গিয়েছিল। ভাগ্যর নির্মম পরিহার চিকিৎসা শেষে তোফাইল ও আকাশ গাম বোটযোগে মহেশখালী ফেরার পথে বাঁককালী নদীর মোহনায় পৌছার পর অপর ১টি ফিশিং ট্রলার এর ধাক্কায় পড়ে গেলে বাঁকালীর নদী তোফাইলের জীবনকে গ্রাস করে।

স্থানীয় মোহাব্বত আলী জামে মসজিদের মাঠে জানাযার পূর্বে তোফাইলকে নিয়ে স্মৃতি চারন করতে গিয়ে হাজার হাজার মানুষ কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন। তোফাইল এর জানাযায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বি.এ, মরহুম তোফাইলএর চাচা শওকত ওসমান, বন্ধু ইয়াছির খাঁন আকাশ, তোফাইলের বড় ভাই এহেছান উল্লাহ। উপস্থিত ছিলেন মহেশখালী সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মার্মা, মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্ধ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়