চিটাগাং মেইল : প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যে ভরপুর সীতাকুণ্ড উপজেলাধীন গুলিয়াখালী সমুদ্র সৈকত।বাহারী রঙের বৃক্ষ আর আর সবুজের সমারোহ পরিবেশকে আরো সৌন্দর্য মন্ডিত করেছে।বিশাল আয়তনের এই পর্যটন স্থান দেখতে দূর দূরান্তর থেকে অধীর আগ্রহে পর্যটকরা ঘুরতে আসেন।হেঁটে কিংবা বোট দিয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা আপনার পছন্দের উপর নির্ভর।
তবে এর আগে আপনাকে সীতাকুণ্ড বাজারের পশ্চিমে নামার বাজার সিএনজি স্টপিজ থেকে সিএনজি বা অটোরিকশায় উঠতে হবে।যত দিন যাচ্ছে ততই পরিচিতি লাভ করছে সমুদ্র সৈকত।যদি যোগাযোগ ব্যবস্থা উন্নত করা যায় এবং পার্কিং সিস্টেম চালু হয় তবে গতানুগতিকভাবে পর্যটকদের ভীড় আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যায়।
পর্যটকদের ভাষ্যমতে: শৌচাগার ব্যবস্থা উন্নত করলে এবং বীচের আশেপাশে মানসম্মত কোন দোকান থাকলে বিষয়টি আরো ভালো লাগতো। সীতাকুণ্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসার আগে নামার বাজার সিএনজি স্টপিজ থেকে গাড়িতে উঠেছি। কিন্তু যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক প্রকৃতির এবং প্রয়োজনের তুলনায় সরু রোড়।সবদিক মিলিয়ে মূল কাজ গুলো করলে বীচের সৌন্দর্যকে দিগুন বাড়িয়ে দিবে।