১৮’ই সেপ্টেম্বর ২০২০ইং “পরিষ্কার হোক মইজ্জ্যারটেক চত্ত্বর এবং এর আশপাশ”
ইভেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিদার হোসেন কর্নফুলী।
এই সাথে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক মো: মহি উদ্দীন, ফাউন্ডেশনের সহ- সাধারণ সম্পাদক ফারহান উদ্দীন (সোহাগ) এবং সহ পরিচালক ইমরাজ উদ্দীন।
সাথে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সাংগঠনিক সম্পাদক তাসনিয়া, ত্রান বিষয়ক সম্পাদিকা জান্নাতুল মাওয়া, অর্থ সম্পাদক আরাফাত হোসেন হৃদয়, নির্বাহী সদস্য সাইফুর রহমান সিজান, সৈয়দ মো: বেলাল, মো: মিজবা উদ্দীন, ফাহিম, জিকু, আয়াস এবং আরো অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় “মানবতার দৌড়ে আমরা ফাউন্ডেশনের” সহ- সাধারণ সম্পাদক ফারহান উদ্দীন (সোহাগ) বলে-
আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য হচ্ছে পথশিশু এবং বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যান্য মানবিক কাজে নিজেদের উৎসর্গ করা কিন্তু এসব কাজের পাশাপাশি “পরিচ্ছন্নতার অভিযান” কর্মসূচিও অব্যাহত থাকবে।
অনুরোধ রইল আপনারা সুন্দরভাবপ তুলে ধরবেন
——–সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি