[english_date] | [bangla_day]

চট্টগ্রামের ৯ উপজেলার ১৫ ইউনিয়নে ভোট ২০ অক্টোবর

চিটাগাং মেইল : চট্টগ্রামের ৯ উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের সাধারণ ও উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ অক্টোবর। এর মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় সাধারণ নির্বাচন এবং বাকি ১১টি ইউনিয়নে বিভিন্ন কারণে শূন্য হওয়া পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে এদিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, হারামিয়া ইউনিয়নের চেয়ারম্যান, মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এছাড়া লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া সদর, আধুনগর ইউনিয়ন ও ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাছাড়াও ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে, খিরাম ইউনিয়নের ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, জাফতনগর ইউনিয়নের ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৬ সেপ্টেম্বর মনোনয়ন বাছাই এবং ৩ অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ রয়েছে।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ৪টি ইউনিয়নের সাধারণ নির্বাচন এবং ১১টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২০ অক্টোরব। এ উপলক্ষে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রির্টানিং অফিসার হিসেবে স্ব স্ব উপজেলার নির্বাচন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়