চিটাগাং মেইল : নগরের চকবাজার থানাধীন ডিসি রোডে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। পাশাপাশি জুয়ার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে ডিসি রোডে সবুর কোম্পানির ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলো- মো. আব্দুর রহমান (৩৪), মো. আব্দুল খালেক (৩৪), মো. দিদারুল আলম (৪০), মো. খোকন (৩২) ও মো. সিরাজুল ইসলাম (৪০)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (চকবাজার জোন) মুহাম্মদ রাইসুল ইসলাম বলেন, ডিসি রোডে সবুর কোম্পানির ভাড়া বাসায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। আটক পাঁচজনের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।