চিটাগাং মেইল : করোনাকালে অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সম্মাননা প্রদান করেছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়া তাকে সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় বিদ্যুৎ বড়ুয়া বলেন, করোনাকালে পুরো চট্টগ্রাম যখন স্তব্ধ হয়ে পড়ে। তখন জনগণের সেবায় সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিত করে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন এই মানুষটি। ‘শুধু তাই নয়, সরকারি সহায়তার পাশাপাশি নিজের ব্যক্তিগত পক্ষ থেকেও দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার কর্মহীন মানুষকে সহায়তা করে গেছেন তিনি। ’
তিনি বলেন, জনগণের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত এই মানুষটিকে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষ থেকে সম্মাননা জানাতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।