বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৬ সেপ্টেম্বর (রবিবার) রাতে উপজেলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় পরোয়ানাভুক্ত আসামী উপজেলার মধ্যম চরণদ্বীপ এলাকার হাজী পাড়ার বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান নয়ন (৩১) ও আবদুস সালামের ছেলে জাহিদুল ইসলাম রনি (২৯)।
অপর এক অভিযানে ২০ লিটার চোলাই মদসহ শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নের ভান্ডাজুরী ঘাট দাশ পাড়ার এলাকার হরিকুঞ্জ দাশ এর ছেলে কালু দাশ (৩০) কে ভান্ডাজুরী রাস্তার ৮নং ব্রীজ এলাকা থেকে আটক করা হয়।
থানার অফিসার ইনচার্জ এর বিশেষ তত্ত¡াবধানে এসআই শরীফ উদ্দিন, মোঃ নেছার আহমদ ও এএসআই সামছুদ্দোহা সংগীয় ফোর্সসহ অভিযানে অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।