[english_date] | [bangla_day]

কুতুবদিয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে শোক দিবস ও কাঙ্গলী ভোজন

কুতুবদিয়া প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় নিহত শহীদের স্মরণে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগষ্ট) সন্ধ্যা ৭টায় কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এসব কর্মসূচির আয়োজন করে আলী আকবর ডেইল ইউনিয়ন যুবলীগ।

এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম লেদু এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্রনেতা ও উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর। এসময় প্রধান বক্তা ছিলেন,- কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী ও যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নরুচ্ছাফা বিকম, জেলা আ’লীগের সদস্য শফিউল আলম কুতুবী, উপজেলার আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজবাহ উদ্দিন ইকো, প্রচার সম্পাদক শাহাজাহান সিকদার, আলী আকবর ডেইল ইউনিয়ন আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম এমইউপি।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা যুবলীগের সদস্য খায়রুল বশর, উত্তর ধূরুং ইউনিয়নের যুবলীগের সভাপতি শওকত ওসমান, সাধারন সম্পাদক জুনাইদ দক্ষিণ ধূরুং ইউনিয়নের সভাপতি হোছাইন, সাধারণ সম্পাদক আবু ওমর, সাংগঠনিক সম্পাদক কপিল উদ্দিন, লেমশীখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর ইসলাম মিজান, সাধারন সম্পাদক মোঃ ফারুক কুতুবী।

সভায় আরও বক্তব্য রাখেন- ছাত্রলীগের জেলা সদস্য সুজন সিকদার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন রনি, উপজেলা আওয়ামী বাস্তুহারালীগের মনির আহমদ মাতবর। এসময় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয় এবং রাতে কাঙ্গালী ভোজনের প্যাকেট বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়