নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে মাটির দেওয়াল চাপায় গুরুতর আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথে নুরুল বশর নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে। রবিবার ২৩ আগষ্ট দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ জানান, বাড়ীর দেওয়াল ধ্বসের সময় সে নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় ছিল। স্থানীয় লোকজন বাড়ীর মাটির দেওয়াল ভেঙ্গে নুরুল বশরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।