বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যহাতির আক্রমণে,বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ও নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান ২২ আগস্ট (শনিবার) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুদানের চেক বিতরণ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
এসময় বন্যহাতির আক্রমণে নিহত ৪ জনের প্রত্যেক পরিবারকে নগদ ১ লাখ টাকা, আহত ১ জনকে ৫০ হাজার এবং ফসলের ক্ষতির সম্মুখীন হওয়া ১ জনকে ১৫ হাজার, ২ জনকে ২০ হাজার ও ৫ জনকে ২৫ টাকার চেক প্রদান করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,চট্টগ্রাম ও উপজেলা প্রশাসন বোয়ালখালীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মোজাম্মেল হক চৌধুরী,থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে শাকপুরা, সারোয়াতলী ও শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরী খাত হতে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নন-এমপিওভুক্ত কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বোয়ালখালী উপজেলায় ১৩টি মাদ্রাসার নন-এমপিওভুক্ত ৯৩ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে এবং ৭ জন কর্মচারীকে ২ হাজার ৫শত টাকা করে মোট ৪ লাখ ৮২ হাজার ৫ শত টাকা বরাদ্দ প্রদান করা হয়।