[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ৮৯ জন করোনায় আক্রান্ত

Info Chittagong

চিটাগাং মেইল : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭২ জন নগর ও ১৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৬৩০৪ জন। শুক্রবার (২১ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে ১ জন ও উপজেলায় ১ জন করোনায় মারা গেছেন; ৫৮ জন সুস্থ হয়েছেন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ২৪ জন, সিভাসুতে ০৬ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ২৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫ জন, শেভরণ ল্যাবে ০৭ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮১৬ টি। এর মধ্যে ২৯৩ টি বিআইটিআইডিতে, ১১৪ টি সিভাসুতে, ১৮৩ টি চমেকে, ৮৯ টি চবিতে, ৮৯ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৩৮ টি শেভরণ ল্যাবে এবং ১০ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে লোহাগাড়ার ২, আনোয়ারার ১, পটিয়ার ১, বোয়ালখালীর ১, রাঙ্গুনিয়ার ২, রাউজানের ৩, হাটহাজারীর ৪, সন্দ্বীপের ১ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ৮১৯ জন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়