চিটাগাং মেইল : মাস্ক ছাড়া গণপরিবহনে উঠায় চট্টগ্রামে ৪ জন বাসযাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) নগরের কোতোয়ালী ও নিউমার্কেট মোড়ে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, মাস্ক ছাড়া গণপরিবহন বাসে উঠায় ৪ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। তিনি বলেন, অভিযানে গণপরিবহনের যাত্রীসহ পথচারীদের নিয়ম মেনে মাস্ক পরতে উৎসাহিত করেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনমজুরদের মাস্ক উপহারও দেওয়া হয়।
সরকারি নির্দেশনা না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে অভিযানে একজন বাস চালককে জরিমানা করা হয়েছে বলে জানান এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।