বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে ২০ লিটার মদ ও অটোরিক্সাসহ রুবেল সর্দার (১৯) ও মোঃ সেলিম (২৮) নামের দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
১৬ আগস্ট (রবিবার) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের অট্টতল অনুকুল ঠাকুরের মন্দির এলাকা হতে তাদের আটক করা হয়।
আটককৃত রুবেল সর্দার (১৯) আমুচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কানুনগোপাড়া এলাকার উত্তর সর্দার পাড়ার গৌরাঙ্গ সর্দারের পুত্র। অপরজন মোহাম্মদ সেলিম (২৮) পৌরসভার ৭নং ওয়ার্ড মহব্বত আলী মাঝির বাড়ির নুরুল আলমের পুত্র।
অভিযান পরিচালনাকারী এসআই আবদুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০ লিটার চোলাই মদ ও মদ পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা আটক করা হয়।
এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান, আটককৃত দুজনই মদ বিক্রেতা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।