[english_date] | [bangla_day]

খাগড়াছড়িতে মুর্শেদা বেগম হত্যাকান্ডের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি। পার্বত্য চট্টগ্রাম: খাগড়াছড়ি দিঘিনালা উপজেলয় হত্যাকাণ্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার উদ্যোগে বান্দরবান প্রেসক্লাব সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি কাজী মুজিবুর রহমান, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক নাছিরুল আল, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মিজনুর রহমান সহ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতা-কর্মীরা।

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমান বলে দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতার করে হত্যাকাণ্ডের বিচার করার আহবান জানান, এবং সন্ত্রাসীদের দমনে সরকারের প্রতি আহবান করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে দীঘিনালার বাবুছড়া গুচ্চগ্রাম এলাকায় রাতের অন্ধকারে সন্ত্রাসীদের এলোপাথাড়ি ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছে। গত ১৫ আগস্ট রাত ০১: ৪৫ ঘটিকায় দীঘিনালা বাবুছড়া গুচ্চগ্রামে এঘটনা ঘটে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়