[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় মাস্ক না পরা এবং গণপরিবহনে অনিয়ম: ১৬ জনকে জরিমানা

রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় মুখে মাস্ক না পরা ও গণপরিবহনে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ১৬ জনকে ৩০০০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ১৬আগস্ট দুপুরে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া সরকারি কলেজ ফটক এলাকায় এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম। আদালতকে সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, জরিমানা করা ১৬ জনের মধ্যে গাড়ির চালক, যাত্রী ও পথচারী রয়েছেন। জনপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা করে ১৬ জনকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম বলেন, লোকজন ঘর থেকে বাইরে বের হলে নানা অজুহাতে মাস্ক ব্যবহার করছেন না। অথচ মুখে মাস্ক ব্যবহার সরকার বাধ্যতামূলক করেছে। ঘরের বাইরে বের হলে সবাই যাতে মাস্ক পরেন, সেটা নিশ্চিত করতে এই অভিযান চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়