[english_date] | [bangla_day]

লামায় জাতীয় শোক দিবস পালিত

লামা প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বান্দরবানের লামায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, পরিষদ ও আ.লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে সূর্য উদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অর্ধনমিত জাতীয় পতাকা উত্তোলন, খতমে কোরআন-দোয়া মাহফিল,বৃক্ষরোপনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার ১৫ আগষ্ট সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে প্রতিকৃতিতে ফুলেল বিনম্র শ্রদ্ধাবনত মধ্য দিয়ে মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রশাসন, পরিষদ ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন,ইসলামিক ফাউন্ডেশন, সাংবাদিক, এনজিও কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নেয়। পরে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

লামা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ রেজা রশিদের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লামা পৌর মেয়র মো. জহিরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মোঃ রেজওয়ানুল ইসলাম,নবাগত সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন ,ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, মিল্কী রাণী দাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, রহমান,মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা,উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা: মোহাম্মদ শাহবাজ,কৃষি অফিসার সানজিদা বিনতে ছালাম,মৎস্য অফিসার জয় বণিক,প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ইছহাক আলী,পিআইও মোঃ মজনুর রহমান,উপজেলা প্রকৌশলী মোঃ নাজেম উদ্দীন,রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম,শিক্ষা অফিসার তপন চৌধুরী প্রমুখ। সেক্ষেত্রে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিষদের সিএটু কামরুল হাসান পলাশ।

এছাড়া আলোচনায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় সাস্থ্যবিধি মেনে চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়