এমদাদুল হক রাসেলঃ দুর্বৃত্তদের হামলায় আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্নী ডক্টরস এসোসিয়েশন (আইডিএ’)র আহবায়ক ডা ওসমান গনি ও চমেকসু সাহিত্য সম্পাদক
সানি হাসনাইন প্রান্তিককে আজ বিকালে দেখতে গেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি চিকিৎসাধীন ছাত্র নেতাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এসময় বিএমএ চট্রগ্রাম শাখা সভাপতি ডা হক খান, আইডিএ চমেকহা সদস্য সচিব তাজওয়ার রহমান অয়ন, বাংলাদেশ ছাত্রলীগ চমেক সাবেক সভাপতি ডাঃমো ওয়াসিম সাজ্জাদ রানা, চমেকসু ভিপি ডা এম এ আওয়াল রাফি, বাংলাদেশ ছাত্র লীগ চমেক সভাপতি ডাঃহাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম শিমুল উপস্থিত ছিলেন।