[english_date] | [bangla_day]

চট্টগ্রামে বিমানের টিকিট কালোবাজারির অভিযোগ

চিটাগাং মেইল:: চট্টগ্রামে বিমানের টিকিট কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ করেছে আবুধাবি ও দুবাইগামী প্রবাসী যাত্রীরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল থেকে নগরীর ২নং গেইট এলাকার বিমান বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক অফিসে টিকিটের জন্য কয়েক হাজার যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বিমান অফিসে গিয়ে টিকিট না পেয়ে ভোগান্তীতে পড়ছেন এসব যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, বিমান অফিসের কর্মকর্তারা তাদের কোন প্রকার সহযোগীতা করছেনা। তাদের কাছে গেলে তারা টিকিটের জন্য ট্রাভেল এজেন্সির কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছে। এছাড়া স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি দামে টিকেট বিক্রি করা হচ্ছে বলেও জানান তারা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বিমান অফিসের ম্যানেজার মীর আখতারুজ্জামান জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাত্রীদের বিদেশ পাঠাতে। কিন্তু কয়েক মাসের যাত্রীরা একসঙ্গে আসায় কিছুটা সমস্যা হচ্ছে। তবে কোন প্রকার কালোবাজারি হচ্ছেনা বলে জানান তিনি।

এদিকে সংকট থাকায় আগামী এক মাস আবুধাবির টিকিট পাওয়া যাবে না বলে জানানো হয় বিমান অফিস থেকে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়