সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির আয়োজনে বাড়তি ভাড়া ও যাত্রী হয়রানি রোধে বিশাল মানববন্ধন করেন সীতাকুন্ডের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।
১২ আগস্ট বুধবার সকাল দশটায় সীতাকুণ্ড পৌরসদর ডি.টি রোড সংলগ্ন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড শাখা কর্তৃক আয়োজিত বাড়তি ভাড়া ও ডাবল যাত্রী প্রত্যাহারের দাবিতে এক বিশাল মানববন্ধন করেন। এসময় সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ অংশগ্রহণ করেন এবং সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সীতাকুন্ড উপজেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহেদীর সভাপতিত্বে ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদ।
মানববন্ধনে প্রধান অতিথি আ.ম.ম দিলশাদ বলেন, কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না গণপরিবহনে। শ্রমিকদের মুখে মাস্ক ও নেই।৬০ শতাংশ ভাড়া নয় বরং দিগুন ভাড়া আদায় করা হচ্ছে। এসময় তিনি, গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তিনি জোর দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। করোনার অজুহাতে যাতে ডাবল ভাড়া না নেয়া হয় তাই ভাড়া নির্ধারণ করতে হবে। করোনা পূর্ব ভাড়া নির্ধারণ করে জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এসময় সীতাকুণ্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন, বারামখানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,প্রথম প্রহর ফাউন্ডেশন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ, মানবতা ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ,শেখনগর যুব উন্নয়ন সংস্থা,গুলিয়াখালী যুব কল্যাণ সংঘ,
স্কাউট কমিশনার জাহাঙ্গীর ভুঁইয়া সীতাকুণ্ড উপজেলা শাখা, সীতাকুণ্ড দোকান মালিক সমিতির সাবেক সভাপতি নাছির উদ্দিন নাছির উদ্দিন ভুঁইয়া,একেএম মসিউদ্দৌলা, পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর দিদারুল আলম এ্যপোলো, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক ও শৈলির প্রধান নির্বাহী নাছির উদ্দিন অনিক, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সীতাকুণ্ড শাখার সভাপতি ও সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য খায়রুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সীতাকুণ্ড শাখার সদস্য সচিব লায়ন মোঃ ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, পৌরসদর দোকান মালিক সমিতির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সি প্লাস টিভি সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু, সাংবাদিক জয়নাল আবেদীন, মোসলেহ উদ্দিন, এমকে মনির, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।