চিটাগাং মেইল: চকবাজারে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, মহিউদ্দিন চৌধুরীর কর্মীরা মানুষের বিপদে ঘরে বসে থাকতে পারে না, মহিউদ্দিন চৌধুরী তার কর্মীদের শিখিয়ে গেছেন বিপদের সময় জনগণের পাশে কিভাবে থাকতে হয়, তাই করোনার সময়ে মানুষ যখন চিকিৎসা সেবা নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন অতিবাহিত করছে তখন মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগ ফ্রি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
রোববার ০৯ আগস্ট এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সহায়তায় ১৬,২০,৩২ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী রুমকি সেন গুপ্তের ব্যবস্থাপনায় ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ক্লিনিক সেবা পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও সাবেক কাউন্সিলর জহুরলাল হাজারী, চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান চৌধুরী, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সেলিম রহমান, ডা. অজয় ভট্টাচার্য, ডা. বিদ্যুৎ ভুষন দাশগুপ্ত, ডা. শ্যামল সেন, ডা. সামস বিশ্বাস, সোমা মার্মা।
 
								








