[english_date] | [bangla_day]

লামায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪টি ড্রেজার মেশিন ধ্বংস

<strong>লামা প্রতিনিধিঃ</strong> লামায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।

শনিবার ৮ আগস্ট দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বগাইছড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, লামা উপজেলার বগাইছড়ি এলাকায় নদীর বিভিন্ন পয়েন্টে কিছু অসাধু বালু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ফাঁসিয়াখালী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের ৪ টি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া কয়েকশত ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ড্রেজার মালিককে পাওয়া যায়নি।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়