[english_date] | [bangla_day]

ধুইল্যাপাড়া মসজিদ উদ্বোধন ও “রফিক হান্নান হেফজখানা ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন

লামা প্রতিনিধিঃবান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি ধুইল্যাপাড়া গ্রামে ৫ আগষ্ট বুধবার ধুইল্যাপাড়া মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন ও এক লন্ডন প্রবাসীর সহযোগিতায় রফিক হান্নান হেফজখানা ও এতিমখানা নির্মাণের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক বাংলাদেশ আওয়ামী লীগ লামা উপজেলা শাখার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস কোম্পানি,বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক লোহাগাড়া ইনসাফ হোটেলের মালিক মোহাম্মদ সাহাব উদ্দিন, কলাউজান আজগর আলী ফাউন্ডেশন এর সেক্রেটারি ব্যবসায়ী এস,এর চৌধুরী সেলিম, আমিরাবাদ সুখছড়ি জামে মসজিদের খতিব মওলানা বদিউল আলম জিহাদী,লোহাগাড়ার বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আল- আকসা জুয়েলার্সের মালিক মওলানা মোহাম্মদ এরশাদ প্রমূখ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিশিষ্ট ব্যবসায়ী সাহাব উদ্দিন জানান, লোহাগাড়ার পাশ্ববর্তী উপজেলা লামা সরই ইউনিয়নের এই দুর্গম আজপাড়া গায়ে ধুইল্যাপাড়া
গ্রামে এক লন্ডন প্রবাসী রফিক হান্নান ভাইয়ের সহযোগিতায় একটি হেফজখানা ও এতিমখানা নির্মাণের উদ্যোগ নেওয়ায় তাকে উপস্থিত সকলের পক্ষ থেকে ধন্যবাদ জনাই, পাশে ধুইল্যাপাড়া নামে একটি মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসায় তার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দেন।

এলাকাবাসী মসজিদের বাকী কাজ ও নির্মাণাধীন রফিক হান্নান হেফজখানা ও এতিমখানায় দ্বীনদার মুসলিম ভাই বোনদের সহযোগিতার আহবান জানান।যোগাযোগ এর জন্য-০১৮৩৭৫৮৬২৬৩

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়