[english_date] | [bangla_day]

শেখ কামালের জন্মদিনে চট্টগ্রামে যুব উন্নয়ন অধিদফতরের বৃক্ষরোপণ

চিটাগাং মেইল:  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং তার জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামে বৃক্ষরোপণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অধিদফতর চট্টগ্রামে ১ লাখ ফলদ, বনজ ও ওষুধি গাছ রোপণের কর্মসূচি হাতে নয়।

বুধবার (৫ আগস্ট) হালিশহরের যুব উন্নয়ন অধিদফতর কার্যালয়ে আম গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম রশিদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক সালেহ আহমেদ চৌধুরী।

ভার্চুয়াল প্লাটফর্মে এই অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের সব দফতর সম্পৃক্ত থেকে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়