চিটাগাং মেইল: দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মাঠে সক্রিয় থাকা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ৫ আগস্ট বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. মহসীন বলেন, মঙ্গলবার ৪ আগস্ট করোনার নমুনা দিয়েছিলাম। আজকে ফোন দিয়ে জানলাম করোনায় আক্রান্ত।
তিনি বলেন, কোরবানির ঈদের দিন সন্ধ্যায় হালকা জ্বর অনুভব করি। তখন থেকেই নিজেকে গুটিয়ে ফেলি। কোয়ারেন্টাইনে চলে আসি। এখনও হালকা জ্বর আছে। শরীর এবং মাথা প্রচণ্ড ব্যথা। কাশি আছে। শরীরও দুর্বল।
‘কাজ ভালোবাসি, তাই কাজকে খুব মিস করছি। সবার ভালোবাসা আর দোয়ায় আবারও ফিরতে চাই। শেষ করতে চাই অসমাপ্ত কাজগুলো’।