চিটাগাং মেইল: চট্টগ্রাম মহানগর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলমের পিতা বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ্ব এম মাহাবুবুল আলমের কবর জেয়ারত করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক চসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
কবর জেয়ারত শেষে শ্রদ্ধাঞ্জলি জানানোর সময় উপস্থিত ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোসেন, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী ফোরকান, এমইএস কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, মো. মিনার,আবিদ খান, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগ নেতা জাবেদুল ইসলাম জাবেদ, মহিউদ্দিন মানিক, ছাত্রনেতা মীর মোশাররফ হোসেন জুনায়েদ এবং থানা-ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।