কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় ০৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ এক নারীকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। রবিবার ২৬ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে বড়ঘোপ ইউপিস্থ কৈবর্ত্য পাড়া (জেলে পাড়া) এক নারীকে আটক করে।
আটক নারীর নাম গীতা রাণী দাস (৫২)।সে কৈবর্ত্য পাড়ার (জেলে পাড়া) বাবুল ধুপীর স্ত্রী।
পুলিশ জানায়, এই নারীর বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা ছিলো। তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন অবস্থায় আছে।