ইসমাঈল হোসেন নয়ন। রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন এবং জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালিত হচ্ছে। গত ২১ জুলাই থেকে শুরু হয়ে আগামী ২৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী এই কর্মসূচী চলবে।
বুধবার ২২ জুলাই সকালে মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় পুকুরে মাছের পোনা অবমুক্তকরন ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরণ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে৷ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না, কৃষক লীগ নেতা এনামুল হক, মো. ফারুক, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী ওবাইদুল হক, শামীম আল মামুন, অফিস সহকারী আনিস চৌধুরী প্রমুখ। এসময় উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। শেষে মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। যেখানে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎস্য চাষীরা।
এরআগে ২১ জুলাই সকাল থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপনে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে মাইকিং ও ব্যানার ফেস্টুন যোগাযোগ প্রচারনা করা হয়েছে। এভাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত মাছের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষীদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষীদের মাঝে মৎস্যচাষের উপকরণ বিতরণ এবং ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগনের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচী চালানো হবে।