[english_date] | [bangla_day]

রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকের হাতে কন্ট্রাক্টর খুন

ইসমাঈল হোসেন নয়ন। রাঙ্গুনিয়া : রাঙ্গুনিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিকের হাতে খুন হয়েছে এক কন্ট্রাক্টর। নিহত ওই ব্যক্তির নাম মো. বেলাল হোসেন (২৬)। সে উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়া এলাকার মো ইউসুফের পুত্র। ঘাতক জাসেদ(২৫) একই এলাকার শামশুল আলমের ছেলে।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার পোমরা ইউনিয়নের হাজী পাড়া এলাকার সেকান্দারের চায়ের দোকানের সামনে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পোমরা ইউনিয়নের চেয়ারম্যান কুতুবউদ্দিন চৌধুরী।

জানা যায়, অভিযুক্ত জাসেদ পেশায় একজন নির্মাণ শ্রমিক। চুক্তির মাধ্যমে বিভিন্ন কাজ করে বেলাল। আর বেলালের অধীনে জাসেদ কাজ করে। সোমবার কাজে যোগ না দিয়ে এলাকায় ঘুরছিল জাসেদ। তাকে ঘুরতে দেখে বেলাল বকা দেয় এবং কাজে যোগ দিতে বলে। তার সঙ্গে তর্ক হলে থাপ্পড়ও মারে বেলাল। এক পর্যায়ে জাসেদ তার হাতে থাকা গাছের বাটাম দিয়ে বেলালকে আঘাত করলে বেলাল মাটিতে পড়ে যায়। পরবর্তিতে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করে।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি(তদন্ত) মাহাবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত পরিবারের পক্ষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। আসামিকে ধরার চেস্টা চালানো হচ্ছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়