রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ করোনা আক্রান্ত হয়েছেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। তিনি দৈনিক প্রথম আলো পত্রিকার রাঙ্গুনিয়ার সংবাদদাতা হিসেবে কর্মরত।
আজ শুক্রবার তার করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনা বিষয়ক ফোকাল পারসন ফোরকান উদ্দিন শিকদার। রাঙ্গুনিয়ায় এই প্রথম কোন একজন সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছে।
জানা যায় তিনি বেশ কয়েকদিন যাবত জ্বর, সর্দি, মাথা ব্যাথার মতো উপসর্গে ভুগছেন। অবস্থা অপরিবর্তিত থাকায় চিকিৎসকের পরামর্শে গতকাল নমুনা দিয়ে আজ জানলেন পজিটিভ। এছাড়াও তিনি উচ্চ ডায়াবেটিস এ ভুগছেন।
চিকিৎসক ফোরকান উদ্দিন শিকদার বলেন, বেশ কয়েকদিন যাবত তিনি জ্বর, সর্দি সহ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস এ ভুগছেন। আজ নমুনায় তার করোনার ফলাফল পজিটিভ আসে। আপাতত বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। কাল তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ভর্তি হবেন বলে জানান।