[english_date] | [bangla_day]

লামায় ইয়াবাসহ দুই যুবক আটক

লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ৬৩৫ পিস ইয়াবাসহ ২ জনকে যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৭ জুলাই) বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি ঠান্ডারঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালি ক্যাম্পের বাসিন্দা (১) গোলাম সোবহানের ছেলে মো. আয়াজ (২৬) ও চকরিয়া উপজেলার গর্জনতলী কোটখালী গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে কামাল হোসেন (২২)।

সূত্র জানায়, এক রোহিঙ্গাসহ দুই ব্যক্তি এলাকায় ইয়াবা বিক্রির জন্য অপেক্ষা করছে; এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক সালাহ উদ্দিন রাশেদ ও উপ-সহকারী পরিদর্শক রাম প্রসাদের নেতৃত্বে সঙ্গীয় সদস্য ও সেনাবাহিনীর সদস্যরা ঠান্ডারঝিরি এলাকায় যৌথ অভিযান চালায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের পাশ থেকে ৬৩৫পিচ ইয়াবাসহ অপেক্ষমান ২ বিক্রেতাকে হাতে নাতে আটক করে পুলিশ।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়