কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে মো.ইদ্রিস (৩২) নামে এক যুবককে পিটিয়ে ৫০ হাজার টাকা লুটে নিলো সন্ত্রাসীরা। আহত যুবক ইউনিয়নের মুরালিয়া এলাকার ৬ নং ওয়ার্ডের নুরুচ্ছফার ছেলে। সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে ইউনিয়নের দক্ষিণ অমজাখালী আল-আমিন মার্কেট এলাকার পাশে এ ঘটনা ঘটে।
হাসপাতালে জ্ঞান ফিরলে আহত মো.ইদ্রিস জানান, দক্ষিণ অমজাখালী এলাকার আকবর আহমদের ছেলে ইদ্রিস, নুরুল আবছার ছেলে অলি আহমদ ও সিরাজুল ইসলামের ছেলে আবু তৈয়ব, মৃত ছদর আলী লেডুর ছেলে মোহাম্মদ রনিসহ ১০/১২ জনের সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা তাকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা দায়েরেের প্রক্রিয়া চলছে বলে জানান আহতের পরিবার।
আহতের চাচা মো.শাহ আলম জানান, আল-আমিন মার্কেটের দোকানদার শেফায়েত উল্লাহর পাওনা টাকা ৬৫ হাজারের ৫০ হাজার টাকা দিতে গেলে কিছু বুঝে উঠার আগে সন্ত্রাসীরা হামলা চালায়। এলোপাতাড়ি হামলায় আহতের শরীরে মারাত্মক জখম হয় এবং তাদের মারধরে অজ্ঞান হয়ে পড়লে তাকে ফেলে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। তার আত্ম-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
কুতুবদিয়া থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী জানান, এই ঘটনার ব্যাপারে এখনো ক্ষতিগ্রস্ত পক্ষের কেউ লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেননি। পেলে তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থাা নেবো। তিনি আরো জানান, মাদক কারবারি, ডাকাত ও সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কুতুবদিয়ায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় তা করতে বাধ্য থাকব এবং অপরাধীদের কাউকেে ছাড় দেয়া হবে না।