বান্দরবান(লামা) প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলা লামা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ এর সহ- সভপতি বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার “বাবু বিজয় আইচ”এর সম্মানিত পিতা প্রবীণ ব্যবসায়ী বাবু ‘বাবুল কান্তি আইচ’ আজ রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামে’র একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করায় ‘লামার ধুইল্যাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর শিক্ষকদের পক্ষ থেকে গভীর ভাবে শোকাহত ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।