চিটাগাং মেইল: চট্টগ্রাম সমিতি উত্তর আমেরিকার উদ্যোগে চট্টগ্রাম খাজা রোডস্থ এন এম সি স্কুলে কোভিড’১৯ কারণে কর্মহীন গরীব অসহায় ও হতদরিদ্র তিনশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য লায়ন কামরুদ্দিন আহমদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জামাল খাঁন ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ছাত্রনেতা ফয়সাল বাপ্পি প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনাম চৌধুরী, মুজিবুদ্দৌলা,শামসুল আলম চৌধুরীসহ অনেকে।
প্রধান অতিথি ধনী গরীব সবাইকে করোনা ভাইরাস থেকে বাঁচতে সচেতন হওয়ার পাশাপাশি মনোবল শক্ত রাখার আহ্বান জানান। আমাদের দেশ ও বিশ্ববাসী আজ কঠিন সময় পার করছে এ কঠিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক সিন্ধান্ত ও সুযোগ্য নেতৃত্বে আমাদের দেশ এখনো আমেরিকা ইউরোপের চেয়ে অনেকাংশে ভালো আছে। তিনি পরিশেষে মানুষের পাশে থাকার জন্য আয়োজক সংগঠনকে বিশেষ ধন্যবাদ জানান।
 
								








