[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ২৯৫ জন, মৃত্যু ৬ জনের

Info Chittagong

চিটাগাং মেইল : চট্টগ্রামের ছয়টি ল্যাব এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে আরও ২৯৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১০ হাজার ৭৭২ জনে।

বুধবার (০৮ জুলাই) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে জন ২১৬ চট্টগ্রাম নগরের এবং ৭৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের আরও ৬ জনের মৃত্যু এবং ১৪ জন সুস্থ হওয়ার তথ্য দিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে মোট ১ হাজার ৪৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২৭৭টি নমুনা পরীক্ষা করে ১৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৮৩টি নমুনা পরীক্ষা করে ৫৬ জন, সিভাসুতে ২০৩টি নমুনা পরীক্ষা করে ২৮ জন, চমেক ল্যাবে ৫৩৪টি নমুনা পরীক্ষা করে ১১৫ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনও নমুনা পরীক্ষা করা হয়নি। তবে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৯০টি নমুনা পরীক্ষা করে ৩৯ জন এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৪টি নমুনা পরীক্ষা ৪৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়