[english_date] | [bangla_day]

আলীকদম কবরস্থানের দেয়াল নির্মাণে পার্বত্য মন্ত্রীর সুদৃষ্টি কামনা

বিশেষ প্রতিনিধি: উপজেলা সদরে অবস্থিত আলীকদম থানচি সড়কে প্রায় ৬০ বছর পুরনো একটি কবরস্থানের বাউন্ডারী ওয়াল নির্মাণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের জনসাধারণ।

সামাজিক মাধ্যমে এই সংক্রান্ত একটি পোস্ট দেখে সরজমিনে গিয়ে দেখা যায়, আলীকদম সেনাজোনের ২নং গেট সংলগ্ন আলীকদম-থানচি সড়কের পুর্ব পালং পাড়ায় অবস্থিত বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানটি পড়ে আছে অযত্ন অবহেলায়। সেখানে বিচরণ করছে গরু ছাগল সহ অন্যান্য গবাদি পশু।

স্থানীয় বাসিন্দা ও কবরস্থান কমিটির সভাপতি নুরুল ইসলাম সিকদার ও মসজিদ কমিটির সভাপতি নুরুল আলমের সাথে কথা হলে তারা জানান, ৬০ বছর আগে তোয়াইগ্য হেডম্যান থেকে এই কবরস্থান দান করেছিলেন যা আলীকদমে পুরোনো একটি স্থান। এখানে কবর আছে শত শত মানুষের। আমাদের কবরস্থানের বাউন্ডারী দেওয়াল না থাকায় এখানে গরু ছাগলসহ বিভিন্ন গবাদিপশু বিচরণ করে এবং কবরস্থানে অনেকে প্রশাব পায়খানা করে যাতে পবিত্রতা রক্ষায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

এই বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, সম্প্রীতি বান্দরবানের রুপকার আমাদের পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং মহাদয়ের সুদৃষ্টি দিলে হয়তো শত বছরের পুরনো এই কবরস্থানের বাউন্ডারী দেওয়াল নির্মাণ হবে আর তাতে আলীকদম বাসীর মনে সম্প্রীতির বন্ধন আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আসা করি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়