[english_date] | [bangla_day]

বান্দরবানে সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাশফায়ারে নিহত ৬ আহত ৩

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান সদর উপজেলার বাঘমারায় সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাশফায়ারে ৬ জন নিহত ও ৩ জন হওয়ার খবর পাওয়া গেছে।গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাঘমারা বাজার এলাকায় একটি সন্ত্রাসী দল হামলা চালায়। তাদের ব্রাশফায়ারে ঘটনাস্থলে ৬ এলাকাবাসী মারা যায়। গুলিবিদ্ধ অবস্থায় আরও ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।

এলাকায় আধিপত্য বিস্তারে আঞ্চলিক রাজনৈতিক দলগুলাের বিরােধের জেরেই এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়